Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রহমান শাহ্’ (রা:) এর মাজার
স্থান
মন্ডলভোগ, মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ।
কিভাবে যাওয়া যায়
ট্রেনে আসলে মানিকখালী এসে নামতে হবে এবং তারপর মন্ডলভোগ রহমান শাহ্’র মাজারে যেতে হবে। সিক্সা ভাড়া নিবে ৩০/- টাকা।তাছাড়া অন্যান্য ভাবে আসলে কটিয়াদী এসে নামতে হবে। কটিয়াদী থেকে সিএনজি দিয়ে মানিকখালী এসে নামতে হবে ভাড়া নিবে ২০/- টাকা। তারপর রিক্সা দিয়ে যেতে হবে।
বিস্তারিত

এটি একটি আল্লাহর অলীর মাজার। প্রতিবছর তার ওরশ পাক দরবার শরীফে লাখ লাখ মুসল্লির সমগম হয়। এই মাজারটি মূলত লেংটা বাবার মাজার নামে পরিচিত।